Latest Notice

Halima Khatun Secondary Girls’ School, Barishal

গোড়াচাঁদ দাস রোড, বরিশাল সদর, বরিশাল

School EIIN: 100744

About Us

Halima Khatun Secondary Girls’ School, Barishal

"হালিমা খাতু্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল। স্থাপিতঃ ১৯২৮ খ্রি. বিদ্যালয় কোডঃ ১৭৭০, বিদ্যালয় EIIN: 100744 ফোনঃ 0431-2174912, বিদ্যালয় ই-মেইল: halimakhathungirlshighschool@yahoo.com বিদ্যালয়ের ওয়েবসাইডঃ halimakhatungirls.edu.bd বিদ্যালয়ের ধরণঃ বেসরকারী, ঠিকানঃ গোরাচাঁদ দাস রোড, বরিশাল। প্রতিষ্ঠার তারিখ: ২ সেপ্টেম্বর ১৯২৮ প্রতিষ্ঠাতাঃ মৃত ইসমাইল খান চৌধুরী, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রথমত জুনিয়র মাদ্রাসা হিসাবে ১৯২৩ সালে প্রতিষ্ঠা হয়। বাকেরগঞ্জের চরামদ্দির অধিবাসী জমিদার মৃত ইসমাইল খান চৌধুরী বগুড়া রোডের পেস্কার বাড়ী এলাকায় একটি সুরক্ষিত বাড়ীতে নারী শিক্ষার উন্নয়নে বালিকা জুনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ঐ মাদ্রাসার ছাত্রী সংখ্যা দিন দিন বৃদ্ধি পায়। পরে ঐ মাদ্রাসাটি জনগণের দাবির মুখে চৌধুরী সাহেবের নিজ বাসভনে স্থানান্তর করা হয়। ১৯২৮ সালে চৌধুরী সাহেবের নিকট আত্নীয় (তার স্ত্রী’র ভাই) স্যার কে.জি.এম ফারুকী তৎকালীন ভূমি ও রাজস্ব মন্ত্রী তার বাড়ীতে এই মাদ্রাসা দেখে তাৎক্ষনিক জেলা ম্যাজিষ্ট্রেট এবং ক্যালেকটরকে ডেকে আলাদা জায়গায় স্থানান্তর করে প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। তখন পলিটেকনিক কলেজ এলাকা ৭৪ ডেসিন্যাল জায়গা (বর্তমান) পেলে মাদ্রাসাটি স্থানান্তর করা হয়। বর্তমানে এর জমির পরিমাণ ১.৪৯ একর। পরে খান বাহাদুর হাসেম আলী খান নওয়াবজাদা সৈয়দ ফজলে রাব্বী চৌধুরী, এ্যাডভোকেট আজিজ উদ্দিন আহমেদ, ডা. আজাহার উদ্দিন, ড. সৈয়দ ঈমান আলী, চৌধুরী আবদুল

লতিফ, ইয়াছিন আলী শরীফ, আমীর আলী খান এবং প্রতিষ্ঠাতা পুত্র খান ফজলে রব চৌধুরী এবং শাহজাহান চৌধুরীর ১৯৫৪ সালে মৃত্যুর পর তার পুত্র শাহজাহান চৌধুরী এই প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেন। তৎকালীন ডেপুটি কমিশনার মি. ডি.কে. পা5ওয়ার তাকে সার্বিক ভাবে সাহায্য করেন। এই প্রতিষ্ঠানের প্রথম প্রধান শিক্ষক ছিলেন মোতাহার হোসেন পর্যায়ক্রমে এ দায়িত্বে মোঃ খলিলুর রহমান, মোহসেনা চৌধুরী, আমানউল্লাহ, ফরিদা হারুন, সুফিয়ারা বেগম, আবদুল হামিদ, সাইম আরশেদ, ছাহিদুল্লাহ্, মোঃ আমজাদ হোসাইন মোল্লা উল্লেখযোগ্য ছিলেন। বর্তমান প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন এস,এম, ফখরুজ্জামান, এম,এস,এস,এম,এড (১ম শ্রেণী)। হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নাম দেশব্যাপী পরিচিত। ১৯৭৯ সালে আঞ্জমার আরা বেগম ও অপর্ণা রাণী দাস যশোর বোর্ডে যথাক্রমে ৪র্থ ও ৫ম স্থান অধিকার করছিলেন। এছাড়াও প্রতি বছর প্রাথমিক, জুনিয়র মাধ্যমিক স্কুল পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করে থাকে। সাংস্কৃতিক, খেলাধুলা, তথা লেখাপড়া জাতীয়ভাবে বিদ্যালয়টির নাম সু-পরিচিত। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা প্রায় ৩০০০, শিক্ষক ৪০ জন এবং কর্মচারী ২০ জন। বিদ্যালয়টি বরিশাল সিটি কর্পোরেশনাধীন গোরাচাঁদ দাস রোড মনোরম পরিবেশে অবস্থিত। এর ২৪ টি শ্রেণী কক্ষ, ১ টি গ্রন্থগার, ৩ টি কম্পিউটার ল্যাব, ২ টি বিজ্ঞানাগার ছাড়াও প্রয়োজনীয় অফিস কক্ষ আছে। সুদক্ষ পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর পরিচালনায় বিদ্যালয়টি দিন দিন নারী শিক্ষার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। বিদ্যালয়ের সকল ক্লাস রুমে ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা রয়েছে। শিক্ষক ও ছাত্রীদের বায়োমেট্টিক পদ্ধতির ব্যবস্থা রয়েছে।"